ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


স্কুলের পরিত্যক্ত ঘরে মিললো দুই ভাইয়ের লাশ


২৫ নভেম্বর ২০২২ ২৩:৫৮

দিনাজপুরের বিরলে একটি স্কুলের পরিত্যক্ত ঘরের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ নভেম্বর) বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা এ বিষয়টি নিশ্চিত করেন।

দুই ভাই হলেন- রিমন ও ইমরান। তারা পৌরসভার শংকরপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে। তাদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে।

ওসি রেজাউল হাসান জানান, সকালে বিরল উপজেলার ভাবনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর থেকে বস্তাবন্দী অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মারা যাওয়া শিশুরা শংকরপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে।

তিনি আরও জানান, এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নতুনসময়/আইকে