ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় লাখো মানুষের ঢল


২৫ নভেম্বর ২০২২ ০২:০৫

যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ পাঁচ বছর পর যশোরে তাঁর আগমন ও ভাষণকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল থেকে স্টেডিয়াম মাঠে জড়ো হতে থাকেন দলীয় নেতা-কর্মী থেকে সাধারণ মানুষেরা। এরই মধ্যে স্টেডিয়াম মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

খবরে জানা গেছে, জনসভায় প্রধানমন্ত্রীর যোগদানকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকেই যশোর জেলার আট উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে আসতে শুরু করেন নেতা-কর্মীরা।

নতুনসময়/আইকে