ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


নাটোরে ৫ বোমা বিস্ফোরণের পর আরও ৮টি উদ্ধার, আটক ১


২৩ নভেম্বর ২০২২ ০০:২৫

নাটোরের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় পাঁচটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থল থেকে আরও ৮টি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুণিশ।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওহাব মন্ডল নামে বিএনপির এ কর্মীকে আটক করেছে।

সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকা এ বোমা বিস্ফোরণ ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, রাত সাড়ে ৮ টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয় ডাঙ্গাপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ওই এলাকায় গিয়ে রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে আটটি শক্তিশালী বোমা উদ্ধার করে। এর আগে পাঁচটি শক্তিশালী বোমা বিস্ফোরণ হয় বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় বিএনপি কর্মী ওহাব মন্ডলকে জড়িত থাকার সন্দেহে আটক করেছে পুলিশ।

নতুনসময়/আইকে