ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


রাজধানীতে যুবলীগের খণ্ড খণ্ড মিছিল


১১ নভেম্বর ২০২২ ২৩:৪৮

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বেলা আড়াইটায় এ মহাসমাবেশ শুরু হবে। মহাসমাবেশে যোগ দিতে আজ সকাল থেকেই যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দীমুখী হচ্ছেন।

সকাল ৯টার দিকে দেখা যায়, যুবলীগের একদল নেতাকর্মী কারওয়ান বাজার এলাকায় জড়ো হয়ে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিচ্ছেন। বাদ্যযন্ত্র বাজিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেকের পরনে ছিল সবুজ রঙের পোশাক। পিকআপে উঠে মিছিল করছেন তারা।

যুব মহাসমাবেশের সময় সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

এর আগে, বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন।

যুব মহাসমাবেশকে সফল করতে মোট ১০টি উপকমিটি করার কথা জানানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।