ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে গীতিকার-সাংবাদিক বিশাল


৮ নভেম্বর ২০২২ ০৩:০৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গীতিকার ও বিনোদন সাংবাদিক ওমর ফারুক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২ টায় নরসিংদী থেকে মোটরসাইকেলে ঢাকা ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়।

নরসিংদী রায়পুরা উপজেলায় মরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশালের চাচাতো ভাই মামুন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, তিনি বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। বর্তমানে নিউজজিটোয়েন্টিফোর.কম নামক একটি অনলাইন পত্রিকায় কর্মরত ছিলেন। এর আগে কাজ করেছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজে।

উল্লেখ্য, তিনি সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। কবি ও গীতিকার হিসেবে বেশ ব্যাপক সুনাম অর্জন করেছিলেন বিশাল।