ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


যুব মহাসমাবেশ সফল করতে ভোলায় যুবলীগের প্রচার প্রচারণা শুরু


৬ নভেম্বর ২০২২ ০৭:৪৯

১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও যুব মহাসমাবেশ সফল করতে ভোলা জেলা যুবলীগ এর প্রচার প্রচারণা শুরু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে ভোলা শহরের মুসলিম পাড়াস্থল যুবলীগ কার্যালয়ের সামনে হতে যুব মহাসমাবেশে সফল করতে ভোলা জেলা যুবলীগ এর মোটর শোভাযাত্রা বের করা হয়।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা,দেশ বরন্য অর্থনীতিবীদ ড.আশিকুর রহমান শান্ত'র দিকনির্দেশনা মোতাবেক ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহিন এর নেতৃত্বে যুবলীগের মোটর শোভাযাত্রায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহিন যুবলীগ নেতাকর্মীদের যুব মহাসমাবেশে সফল করার লক্ষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

মহা-সমাবেশের শোভাযাত্রা জেলা যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।