ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


শাহ আমানতে ৭৩ লাখ টাকা মুল্যের বৈদেশিক মুদ্রা জব্দ


৬ নভেম্বর ২০২২ ০০:২৯

হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩ লক্ষ টাকা মুল্যমানের বৈদেশিক মুদ্রাসহ শারজাহগামী যাত্রী আটক করেছে কাস্টমস গোয়েন্দা।

শনিবার (৫ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়।

কাস্টম গোয়েন্দা সুত্র জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম বিমান বন্দরের একটি দল ভোর সাড়ে ৬টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই এর সহায়তায় শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে কাঁধ ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম বাংলাদেশী টাকায় ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা বৈদেশিক মুদ্রা আটক করে। ওই যাত্রির নাম মোহাম্মদ আলী, ফ্লাইট এয়ার এরাবিয়া, G9-527।

জানা যায়, এই যাত্রী ২০২২ সালে মোট ছয় বার আন্তর্জাতিক ভ্রমন করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন।

উক্ত যাত্রীর বিরুদ্ধে পতেংগা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।