নেত্রকোণায় জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় জাতীয় সংবিধান দিবস ২০২২ উপলক্ষ্যে সংবিধান প্রণয়নের আদর্শিক উদ্দেশ্যগুলো তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসন নেত্রকোণার আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহম্মেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক জিয়া আহম্মেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন খান, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান,সাবেক প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দ পাল, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস বি) সাংবাদিক সংগঠনের নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হাসান, মুক্তিযোদ্ধাবৃন্দসহ জেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।