ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার


৩ নভেম্বর ২০২২ ০২:৩৮

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ নভেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম গ্রেপ্তারকৃত বাবলী আক্তারকে সংগঠনের নেত্রী হিসেবে নিশ্চিত করে বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে বাবলী আক্তারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম বলেন, কয়েকদিন আগে কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নাম না জানা ব্যক্তিদের আসামি করে মামলা হয়। আমরা ওই ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বাবলী আক্তার নামে ওই তরুনীর সম্পৃক্ততা পাই। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

জানা যায়, বাবলী আক্তার চুরি করা গরুগুলো নিজের হেফাজতে রেখে বিক্রি করতেন।