ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, কর্ণফুলীতে আটক ৩


২ নভেম্বর ২০২২ ২৩:২২

বুধবার (২ নভেম্বর) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভা এবং কর্ণফুলী উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হয়।

তবে সকাল ১১টার দিকে কর্ণফুলী উপজেলার বড় উঠান ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তিন জনকে আটক করে পুলিশ।

কর্ণফুলি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৫ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৫৭২ জন।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে ফটিকছড়ি পৌরসভা এবং কর্ণফুলী উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। এর আগে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। নির্বাচনে ৪৫টি কেন্দ্রের ৩২০টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিট্রেট্ আশরাফুল আলম জানান, উপজেলার বড় উঠানে ভোট কেন্দ্রে বিশৃংখলা সৃষ্টির দায়ে ৩ জনকে আটক করা হয়েছে।