ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


মতিঝিলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট


১ নভেম্বর ২০২২ ২৩:৩১

শ্রমিকদের না জানিয়ে অলিও গার্মেন্টসটি কেরানীগঞ্জে স্থানান্তর করায় রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে সড়ক অবরোধ তারা।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, কারখানা স্থানান্তরের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

জানা গেছে,দক্ষিণ কমলাপুরের গার্মেন্টসটি শ্রমিকদের না জানিয়েই কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা মতিঝিলের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধের ফলে মতিঝিল, কমলাপুর, শাপলা চত্বর, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের সবগুলো পয়েন্ট বন্ধ রয়েছে। এতে করে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।