ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


কল্যাণপুরের জঙ্গিবিরোধী অভিযান মামলার আসামির মৃত্যু


১ নভেম্বর ২০২২ ০১:৩১

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় ১০ জঙ্গির মধ্যে মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০) মারা গেছেন।

সোমবার (৩১) মামলাটি অধিকতর চার্জশুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন আসামি আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি আদালতকে জানান তার আইনজীবী। এজন্য আদালত তার মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়ির পঞ্চম তলায় ২০১৬ সালের ২৬ জুলাই ভোররাতে পুলিশ অভিযান চালালে নয় সন্দেহভাজন জঙ্গি মারা যান। হাসান নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।