ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশস্থলে মানুষের ঢল


২৯ অক্টোবর ২০২২ ২১:১৮

বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে হাজার হাজার লোক রংপুর নগরীর ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছেন। গতকাল থেকেই মানুষ মাঠে প্রবেশ করছেন।

শনিবার সকাল থেকে সমাবেশ স্থানে মিছিল ও শোডাউন করছেন বিএনপির সমর্থক ও কর্মীরা। সড়ক-মহাসড়কে খণ্ড খণ্ড মিছিল করছেন তারা। মিছিল করে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। বিএনপি বলছে, লাখো মানুষের সমাগম হবে আজকের এই মহাসমাবেশে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির কেন্দ্রীয়-স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এরই মধ্যে রংপুরে বিভিন্ন হোটেলসহ বিভিন্ন এলাকায় উপস্থিত হয়েছেন তারা।