ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত


২৯ অক্টোবর ২০২২ ০১:২৯

সিলেটের জকিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মানিকপুর ইউপির কলাকুটা বাংলা বাড়ি এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২২) ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল (২১)।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, জকিগঞ্জ-সিলেট সড়কের বাংলা বাড়ি এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তবে ট্রাকটি আটক করা যায়নি। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।