সিত্রাংয়ে ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সমুদ্র উপকূলে থাকা ড্রেজার ডুবে আট শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে একই দিন সকালে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি।
শ্রমিকরা হলেন- মাহমুদ মোল্লা, আলামিন, ইমাম মোল্লা, আবুল বশর, তারেকসহ আটজন নিখোঁজ হন।
এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি। এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।