ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


খুলনায় বাস ও লঞ্চ চলাচল শুরু


২৩ অক্টোবর ২০২২ ২২:২০

দু’দিনের ধর্মঘট শেষে খুলনায় বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। এতে নিজ নিজ গন্তব্যে যেতে টার্মিনালে ভিড় জমাচ্ছেন মানুষ। যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

রোববার (২৩ অক্টোবর) ১৬টি রুটে ভোর থেকে বাস চলাচল শুরু হয়। দূরপাল্লার গাড়িও ছাড়ছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট থেকে কয়রাসহ ৩টি রুটে চালানো হচ্ছে লঞ্চ।

এর আগে সড়ক-মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে দু’দিনের ধর্মঘট ডাকে পরিবহন মালিকরা। এর জেরে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকে খুলনার সাথে সারাদেশের যানচলাচল বন্ধ ছিল। একই সময়ে বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে বন্ধ ছিল লঞ্চ চলাচলও।