ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


খুলনায় গয়েশ্বরের অবস্থান নেওয়া বাড়িতে তল্লাশি


২১ অক্টোবর ২০২২ ০৯:৩৫

খুলনায় বিএনপির এক নেতার বাড়িতে সাদা পোশাকে এসে তল্লাশি চালিয়ে ১০-১২ জন নেতাকর্মীকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে তল্লাশির সময় তিনি সেই বাড়িতেই অবস্থান করছিলেন।

খুলনা বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রধান উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, সাদা পোশাকে পুলিশের সদস্যরা এসে তার দলের নেতাকর্মীদের তুলে নিয়ে গেছে। তাদের সঙ্গে পিস্তল ও ওয়াকিটকি ছিল।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘নেতাকর্মীদের ভয় দেখাতেই এভাবে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সরকারের এ ধরনের কর্মকাণ্ডে বিএনপি নেতাকর্মীরা ভীত নয়। যেকোনো মূল্যে খুলনার সমাবেশ সর্বাত্মকভাবে সফল করা হবে।’

আগামী শনিবার খুলনায় আয়োজিত বিএনপির গণসমাবেশে যোগ দিতে আজ দুপুরে ঢাকা থেকে নগরীতে যান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি খুলনার সোনাডাঙ্গা ক্রস রোড পশ্চিম বানিয়া খামারে বিএনপির এক নেতার বাড়িতে অবস্থান করছেন। এই বাড়িতে রাতে থাকবেন তিনি, সেখান থেকেই গণসমাবেশে অংশ নেবেন। সেখানেই রাতে তল্লাশি হয়েছে।