ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


গাজীপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪


২০ অক্টোবর ২০২২ ২২:১৩

গাজীপুরে ফিলিং স্টেশনের সিলিন্ডার বহনকারী কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সিরাজুল ইসলাম টুটুল (২৮) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচ জনের মধ্যে চার জনই মারা গেলেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে সিরাজুল ইসলাম টুটুল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর গাজীপুর বড়বাড়ি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয়। এতে পাঁচ জন দগ্ধ হন।