ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


নেত্রকোণায় শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন


১৯ অক্টোবর ২০২২ ০৬:২২

সংগৃহিত

নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

আজ সকালে নেত্রকোণা মোক্তারপাড়া মুক্তমঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।