ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


গাজীপুরে সিএনজি স্টেশনে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ৩


১৯ অক্টোবর ২০২২ ০২:০৫

গাজীপুরে সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে ৩ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে আল আমিন (২৫) নামের দগ্ধ একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, আল আমিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিলো। ওই দুর্ঘটনায় দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে গত ১৩ অক্টোবর গাজীপুর বড়বাড়ি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয়। এতে পাঁচ জন দগ্ধ হন।