ঢাকা সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


সিলেটে পণ্য পরিবহন ধর্মঘটের ডাক


১৮ অক্টোবর ২০২২ ০৬:১৫

আগামী ৩০ অক্টোবরের মধ্যে সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে না দিলে ৩১ অক্টোবর থেকে সিলেট জেলায় পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন সংগঠনের নেতারা।

তাদের দাবি, প্রায় ৮ বছর আগে থেকে কিছু অসাধু চক্র বিদেশ থেকে নিম্নমানের পাথর আমদানি করে মুনাফা লাভের আশায় সিলেটে পাথর উত্তোলন বন্ধের নানা চক্রান্ত চালায়। ২০১৮ সাল থেকে পুরোপুরি পাথর উত্তোলন বন্ধ হলে প্রায় ছয় লাখ শ্রমিক বেকার হয়ে পড়েন এবং এ অঞ্চলে কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা না থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন।

শ্রমিক নেতারা জানান, গত পাঁচ বছরে প্রশাসনের নানা আশ্বাসের পরেও কোনো সমাধান না হওয়ায় এমন কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম হাদী ছয়ফুল।