ঢাকা সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


ট্রাফিক পুলিশ বক্সে হামলার মামলায় আসামি শতাধিক


১৫ অক্টোবর ২০২২ ০৯:৩৩

রাজধানীর পল্লবীতে ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনায় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ট্রাফিক পুলিশ বক্স এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত করছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে আজ শুক্রবার সকালে পল্লবী এলাকায় অবৈধভাবে চলাচল করা ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করলে এতে ক্ষুব্ধ হয়ে রিকশাচালকরা পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করে। এ ঘটনায় মিজানুর রহমান নামের এক পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।