ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


হোটেলে আটকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ


১৫ অক্টোবর ২০২২ ০৪:৫১

কক্সবাজারের একটি আবাসিক হোটেলে আটকে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে পরে আরও একাধিকবার ধর্ষণ করা হয়।

অভিযুক্ত যুবক নিশাত মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদারপাড়ার আবু শামার ছেলে।

নিশাতের শাস্তির দাবিতে শুক্রবার সকালে চকরিয়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভিকটিম গৃহবধূ।

ওই নারী বলেন, শারীরিক অসুস্থতার কারণে ২৬ জুলাই কক্সবাজার যাই। ওই সময় ডাক্তারের ভিজিট ও ওষুধের জন্য দুই হাজার টাকা ধার চেয়ে নিশাতকে ফোন করি। পরে তিনি আমাকে কক্সবাজার লালদীঘির রহমানিয়া হোটেলে যেতে বলেন। আমি কোলের শিশুসন্তানকে নিয়ে সেখানে গেলে একটি রুমে বসতে দিয়ে বাইরে যান। কিছুক্ষণ পর একটি চাকু হাতে রুমে ঢুকে ভয় দেখিয়ে আমাকে ধর্ষণ করেন। ধর্ষণের দৃশ্য গোপনে ধারণ করেন নিশাত। এরপর ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় কক্সবাজার নারী শিশু আদালতে মামলা করেছি।

বাদীপক্ষের আইনজীবী মো. জিয়াউল হক মানিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত বাদীর ফৌজদারি আবেদনটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।