ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু


১৪ অক্টোবর ২০২২ ২২:০৯

গাজীপুরে সিএনজি পাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনায় আতিকুল ইসলাম মিঠু (২৫) নামে একজন মারা গেছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহিদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যান সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হন। পরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা বাকি ৪ জন হলেন- আনোয়ারুল ইসলাম (২৭), আলআমিন (২৫) সিরাজুল ইসলাম টুটুল (২৫) ও পারভেজ (৩৩)।