ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে স্কুল ছাত্রের মৃ্ত্যু

রংপুরের পীরগজ্ঞ উপজেলার মদনখালি ইউনিয়নের খেতাবের পাড়া পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও সাধারন শিক্ষকদের মধ্যে সংঘর্ষে আকাশ নামের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর নিহত হয়েছে।
এতে পীরগজ্ঞ থানার ওসি, ৫ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
আহতদের পীরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সহকারী স্কুল শিক্ষক আনোয়ারুল ইসলামসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
আজ সোমবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে।
রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, খেতাবের পাড়া পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক নুরন্নবী গ্রুপের সাথে সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আকাশ বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পীরগজ্ঞ থানার ওসি আব্দুল আউয়ালের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের উপর চড়াও হলে- ওসি, আই আকতার, দুই মহিলা পুলিশসহ ৩০ জন আহত হয়।
পরে রংপুর থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।