ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


নদে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু


১০ অক্টোবর ২০২২ ২২:০৪

নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদে একসঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

পরে উপজেলার নদের বীরকান্দা ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলো- উপজেলার বীরকান্দা গ্রামের ঝুমা আক্তার (১০), হালিমা আক্তার (১০) ও শিবা আক্তার (১১)। তারা পরস্পরের প্রতিবেশী ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ জানান, দুপুরে বৃষ্টির মধ্যে তিন শিশু আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না যাওয়ায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদের বীরকান্দা ঘাট থেকে রাতে একে একে তিন জনের মরদেহ পাওয়া যায়।

অভিযোগ না থাকায় ওই তিন শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।