জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাড়ি ছাড়া ৩ জনসহ গ্রেপ্তার ৫

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাড়ি ছাড়া তিন জনসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৯ অক্টোবর) রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জঙ্গি সংগঠনের দাওয়াতী ও অন্যতম অর্থ সরবরাহকারী হাবিবুল্লাহ ও বাড়ি ছেড়ে যাওয়া তিন জনসহ মোট পাঁচ জনকে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সোমবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে কথিত জিহাদের নামে বাড়ি থেকে বের হয়ে যায়।