ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


ছাত্র অধিকারকেই দুষলো পুলিশ, আখতারসহ আটক ১৫


৮ অক্টোবর ২০২২ ০৯:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রলীগের হামলার পর ছাত্র অধিকার পরিষদের ১৫ নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

সেই সঙ্গে ছত্রলীগের নেতাকর্মীদের ওপর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালায় বলে উল্টো দাবি করেছে পুলিশ।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন, তুহিন, ইউসুফসহ ১৫ নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে শাহবাগ থানা পুলিশ।

এর আগে বুয়েট ছাত্র আবরার ফাহাদ স্মরণে সমাবেশের আয়োজন করে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’। বিকেল ৪টায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাও একই ইস্যুতে কর্মসূচি শুরুর প্রস্তুতি নেয়। অন্যদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী পাশেই ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থান নেয়।

ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, পাইপ হাতে হামলা করে। সমাবেশের চেয়ার, ব্যানার, ফেস্টুন ভাঙচুর করে তারা। হামলায় নেতৃত্ব দিতে দেখা গেছে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব হোসেনকে।