ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ৮ জেলে আটক


১৪ সেপ্টেম্বর ২০২২ ২২:৪৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবনের হারবাড়িয়া ভেড়ির খাল এলাকা থেকে বিষসহ তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩টি কাঠের নৌকা, চারটি জাল ও দুই বোতল কীটনাশক (বিষ) জব্দ করা হয়েছে। পরে বন আইনে মামলা দায়ের শেষে একই দিন দুপুরে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন- আবু বকর মল্লিক (৫৮), কেরামত আলী (৫৫), মাহফুজ মল্লিক (২৫), টুটুল (২২), জাকির শেখ (২২), আবু বকর ছিদ্দিক (২১), সোহেল হাওলাদার (২০) ও মো. আদম আলী (২০)। এর মধ্যে মো. আদম আলীর বাড়ি বাগেরহাট সদরে আর বাকিদের বাড়ি রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানায় রেঞ্জ কর্মকর্তা।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে একদল জেলে বৈধ পাস পারমিট নিয়ে সুন্দরবনের গহিনে গিয়ে গোপনে বিষ দিয়ে মাছ শিকার করছে। এই দলটিকে আটকের জন্য বহু দিন থেকে অভিযান চালিয়ে আসছিল বন বিভাগের সদস্যরা।

তিনি আরও জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।