ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


বিএসএফের গুলিতে নিহত ছাত্রের লাশ ফেরত পাচ্ছেন পরিবার


১৩ সেপ্টেম্বর ২০২২ ০১:১০

দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্র মিনারের মরদেহ বিকেলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন আস্করপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (মেম্বার) মাজেদুর রহমান।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে পতাকা বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত জাজান তিনি।

এর আগে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই পক্ষের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে নিখোঁজের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি কেউ।

নিহত মিনার সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে । তিনি খানপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

জানা গেছে, গত বুধবার রাত ১১টার দিকে পাঁচ শুঁটকি ব্যবসায়ী দিনাজপুরের দাইনুর সীমান্তের কাছে গেলে গুলি চালায় বিএসএফ। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওই স্কুলছাত্র।

এ বিষয়ে মেম্বার মাজেদুর রহমান বলেন, আজ সোমবার সকাল ১০টায় দ্বিতীয় দফায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়। এ সময় জনপ্রতিনিধি হিসেবে বৈঠকে আমিও উপস্থিত ছিলাম। তবে বৈঠকে সিদ্ধান্ত হয় বিকেল ৪টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হবে।