ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: মাইক্রোবাসচালক গ্রেপ্তার


১৩ সেপ্টেম্বর ২০২২ ০০:৫৩

সড়ক দুর্ঘটনায় তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসের চালক জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ওই মাইক্রোবাসটিও।

সোমবার (১২ সেপ্টেম্বর) তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ. এম আজিমুল হক জানান, সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে মাইক্রোবাসচালক জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে দুপুর পৌনে ৩টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে, সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে আজ ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আলী হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।