ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


নেত্রকোণায় পানিতে ডুবে মৃত্যু ৫ জনের


১১ সেপ্টেম্বর ২০২২ ০৬:৪১

নেত্রকোণার তিন উপজেলায় প্রবল দমকা হাওয়ার সময় মাছ ধরতে গিয়ে হাওর এলাকার পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও পূর্বধলা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলার আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল, মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম ও মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন উপজেলায় এ ঘটনা ঘটে।

হাওরের পানিতে ডুবে নিহতরা হলেন, আটপাড়া উপজেলার দিলোয়ার হোসেন দিলু (৩২), মোহনগঞ্জ উপজেলার রাসেল মিয়া (২৫) ও মদন উপজেলার রফিকুল ইসলাম (৩৬)। পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তিরা হলেন গালিব গালিব আয়ান উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের বাশাউড়া গ্রামের শফিকুল ইসলাম ফয়সালের ছেলে ও আরমান উপজেলার খলিশাউড় ইউনিয়নের চকপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।

জানা যায়, পুরো নেত্রকোণায় শুক্রবার রাতে দমকা হাওয়ার ঘটনায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। আজ শনিবার দুপুর পর্যন্ত জেলার কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও অনেক এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।