দ্রুতগতির বাস ঢুকে গেলো ফিলিং স্টেশনে, আহত ২০

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে একটি দ্রুতগতির বাস শাহপরাণ ফিলিং স্টেশনে ঢুকে পড়ায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, সাদাপাথর পরিবহনের বাসটি শাহপরাণ স্টেশনের পেট্রল দেওয়ার একটি মেশিনে আঘাত করে। এতে ওই মেশিনটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ জব্দ করেছে।