ঢাকা সোমবার, ১৩ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


এক ঘণ্টার মধ্যেই একসঙ্গে ৫ নবজাতকের মৃত্যু


৭ সেপ্টেম্বর ২০২২ ২২:০৭

যশোরে জন্ম গ্রহণের মাত্র এক ঘণ্টার মধ্যে তহমিনা বেগম (২২) নামে এক গৃহবধূর পাঁচটি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে দুটি ছেলে ও তিনটি মেয়ে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুদের দাদী খালেদা খাতুন বলেন, ছয় মাস আগে তহমিনা গর্ভবর্তী হন। মঙ্গলবার সকালে হঠাৎ ব্যথা শুরু হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পথে গাড়ির মধ্যেই একটি বাচ্চার জন্ম দেন তাহমিনা। হাসপাতালে আনার পর দুপুরে পরপর আরো চারটি বাচ্চার জন্ম দেন তিনি। বাচ্চাগুলো ‘অপুষ্ট’ হওয়ায় মাত্র এক ঘণ্টার মধ্যেই সবগুলো শিশু মারা গিয়েছে।

হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র নার্স জোৎন্সা পারভেজ বলেন, ‘বাচ্চাদের সাড়ে তিনটায় ভর্তি করা হয়। ভর্তির আধা ঘণ্টা পর একটি ও ৪৫ মিনিট পর আরো এক শিশু মারা যায়। এরমাত্র ১০-১৫ মিনেটের ব্যবধানে সবগুলো শিশু মারা যায়।’

হাসপাতালের শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিন বলেন, ‘২৮ সপ্তাহের পরে সন্তান ভূমিষ্ট হলে মেডিক্যাল সাপোর্ট দিলে শিশু বেঁচে থাকার সম্ভাবনা থাকে। কিন্তু ওই পাঁচটি শিশু ২৪ সপ্তাহে জন্মেছিল। জন্মে নেওয়া শিশুর ওজন কমসহ পরিপূর্ণ স্বাভাবিক পর্যায়ে থাকে না। এজন্য তাদের মেডিক্যাল সাপোর্ট দেওয়ার পরও বাঁচানো যায়নি।’