ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


নিম্নমানের হেলমেট ব্যবহার: ট্রাকের চাকার নিচে পড়ে থেতলে গেল মাথা!


৬ সেপ্টেম্বর ২০২২ ০১:৫০

সাভারের আশুলিয়ায় মাথায় হেলমেট থাকা সত্ত্বেও ট্রাকের চাকার নিচে মাথা পড়ে থেঁতলে মৃত্যু হয়েছে মো. দেলোয়ার হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর।

নিহত দেলোয়ার হোসেন নিম্নমানের হেলমেট ব্যবহার করছিলেন বলে জানা গেছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-ইপিজেড সড়কের জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন দেলোয়ার। এ সময় তিনি জিরাবো এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। এই মুহূর্তেই অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক দেলোয়ারের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দেলোয়ার। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।