কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরবের রেলওয়ে পাওয়ার হাউসের হরিজন কলোনিত বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছে আরও তিনজন।
ভৈরব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬), সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)।
আহতরা হলেন, ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫) হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪), একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।