ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


নামমাত্র হরতালের প্রভাব নেই দূরপাল্লার বাসে


২৫ আগস্ট ২০২২ ২২:১২

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালে কোনো ধরনের প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। নামমাত্র হরতালে দূরপাল্লার যান চলাচলও স্বাভাবিক রয়েছে। বেশ কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসগুলোতে কর্মমুখী মানুষের ভিড় ছিল একই রকম।

দূর পাল্লার বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা যায়, সেখানকার কাউন্টারগুলো সব খোলা রয়েছে। স্বাভাবিক নিয়মেই টিকিটও বিক্রি হচ্ছে, বাস ছেড়ে যাচ্ছে। হরতালের কোনো প্রভাব নেই। হরতালে বাস বন্ধ করার কোনো নির্দেশনাও নেই সেখানে।

অর্ধবেলা হরতালের মধ্যে রাজধানীর পল্টন-শাহবাগ কেন্দ্রীক মিছিল ছাড়া আর কোথাও কোনো ধরণের কার্যক্রম দেখা যায়নি। রাজধানীজুড়ে সব সড়কেই স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা গেছে। অনেক সড়কে গাড়ির চাপে তীব্র জটলা থেকে যানজট সৃষ্টি হতেও দেখা গেছে।