ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


হাফ ভাড়া দাবি,মালিকের আশ্বাসে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা


২৪ আগস্ট ২০২২ ০৩:৩৯

হাফ ভাড়া কার্যকরের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এই রুটে যান চলাচল বন্ধ ছিল।

শিক্ষার্থীরা জানান, চক্রাকার রুটে আড়াই কিলোমিটার দূরত্বে ভাড়া নেওয়া হচ্ছিল ৩০ টাকা। তবে আজ আন্দোলনের পর এই রুটে শিক্ষার্থীদের কাছ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ২০ টাকা করে ভাড়া নেবেন বাস মালিকরা বৈঠকে এমনটাই আশ্বাস দেন তারা।

তবে এমন ঘোষণার পর শিক্ষার্থীরা যখন টিকিট কিনতে কাউন্টারে যান, তখন ভাড়া ২৫ টাকা করে চান কাউন্টারের লোকজন। এত ক্ষুব্ধ হয়ে কাউন্টার ও যাত্রী ছাউনি ভাঙচুর, বাসের কাচ ভাঙচুর করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে শিক্ষার্থীরা এখনো সড়কের পাশে অবস্থান করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈঠকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ২০ টাকা করে ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও কাউন্টারের লোকজন ২৫ টাকা করে ভাড়া চায়। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ভাঙচুর করেন।