ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


গৃহবধূকে ধর্ষণের পর হত্যার মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড


২৪ আগস্ট ২০২২ ০৩:০২

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের পর তাকে হত্যা করার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্যাইয়েদুল ইসলাম বাবু এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় এ দেন। এ সময় তিনজন উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের কামাল মিয়াজী, জিয়া, মাহমুদা আক্তার ও আবুল বাশার। তাদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক আছেন।

নিহত গৃহবধূ মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে রহিমা আক্তার।

মামলা সূত্র থেকে জানা যায়, ২০১৩ সালের ২১ মে পরিকল্পিতভাবে রহিমাকে ফাঁদে ফেলে একটি ভুট্টাখেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে আসামিরা। এ সময় সেখানেই মরদেহ ফেলে রেখে যান।

এ ঘটনার পরের দিন নিহতের বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্যাইয়েদুল ইসলাম বাবু বলেন, দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন আদালত।