চা শ্রমিকদের সঙ্গে আবারও বৈঠক ডেকেছে শ্রম অধিদপ্তর

চা শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার করার লক্ষ্যে আবারও বৈঠক ডেকেছে শ্রম অধিদপ্তর। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে চলমান আন্দোলনে অচল হয়ে পড়া চা শিল্প সচল করতেই এই বৈঠক ডাকা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) আন্তঃমন্ত্রণালয় থেকে বৈঠক ডাক দিয়েছে শ্রম অধিদপ্তর। এতে বাগান মালিক, শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বৈঠকের সিদ্ধান্ত হওয়ার পর চা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন।
প্রসঙ্গত, দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা। মজুরি বাড়ানোর জন্য বাগান মালিক, মজুরি বোর্ড, চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়। এতে দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছেন।