ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


পদ্মা সেতুর ওপর চলন্ত গাড়ি থেকে ঝাঁপ


১৬ আগস্ট ২০২২ ২০:৫৬

নুরুজ্জামান (৩৮) নামে এক গার্মেন্টস কর্মী চলন্ত গাড়ির দরজা খুলে পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) বিকেল পৌনে ৩ টায় এই ঘটনা ঘটে।

গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তার খোঁজ না পাওয়ায় মঙ্গলবার নদীতে অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা গেছে, নিখোঁজ নুরুজ্জামানের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানায়। তিনি নারায়ণগঞ্জের কাঁচপুরের উর্মি গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

নিখোঁজের সঙ্গে থাকা ব্যক্তিদের বরাত দিয়ে মাওয়া নৌপুলিশের ইনচার্জ ওহিদুজ্জামান জানান, ১৫ আগস্ট সকালে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়েছিলেন বঙ্গবন্ধু সমাধিতে। ফেরার পথে পদ্মা সেতুতে ঢাকাগামী লেনটিতে কাজ চলার কারণে গাড়ি ধীরগতিতে ছিল। নুরুজ্জামান পেছনের সিটে ছিলেন। হঠাৎ গাড়ির দরজা খুলে তিনি নদীতে ঝাঁপ দেন। তবে সঠিক কী কারণে তিনি ঝাঁপ দিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।