উত্তরায় গার্ডার ধস : ক্রেন চালক ও বিআরটির বিরুদ্ধে মামলা

ক্রেন পরিচালনাকারী চালক, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ এনে রাজধানীর উত্তরায় গার্ডার পড়ে পাচঁ যাত্রীর নিহতের ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহত ফাহিমা আক্তার ও ঝরনা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু ।
সোমবার (১৫ আগস্ট) দিনগত রাতে তিনি উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন।
মোহসীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ।
উল্লেখ্য,গতকাল সোমবার (১৫ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে উত্তরার জসীমউদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে প্রাইভেট কারের ওপর ক্রেন থেকে গার্ডার পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে প্রাইভেটকারে থাকা নব দম্পতি ছাড়া একই পরিবারের পাচঁ যাত্রী নিহত হয়।