বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকীতে আশুলিয়া থানা পুলিশের শ্রদ্ধা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আশুলিয়া থানা পুলিশ। সোমবার (১৫ আগস্ট) সকালে বাইপাইলস্থ আশুলিয়া প্রেসক্লাব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান পিপিএম এর নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আব্দুর রাশিদ, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জামাল সিকদার, এসআই আল মামুন কবির, এসআই নোমান ছিদ্দিকসহ আশুলিয়া থানা পুলিশের অফিসার ও ফোর্সগণ।
উল্লেখ্য, ১৫ আগস্ট, ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। নির্মম এ ঘটনাটিকে পালন করা হয় জাতীয় শোক দিবস হিসেবে। দিবসটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও শোক প্রকাশ করছে গোটা জাতি।