২৮ বছর বিনাবেতনে শিক্ষকতা করেও এমপিও'র খসড়া তালিকায় নাম নেই শফিউল্লাহ'র!

২৮ বছর ধরে ইবতেদায়ী ক্বারী পদে (প্রাথমিক) শিক্ষকতা করেও এমপিও'র তালিকায় নাম নেই এক শিক্ষকের। চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে অবস্থিত হাজারীগঞ্জ মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার (প্রাথমিক) ক্বারী মো.ছফিউল্লাহ ১৯৯৪ সাল থেকে শিক্ষকতা করছেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেও ওই শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত না হওয়ায় পাননি তার প্রাপ্য মর্যাদা। তবে চলতি বছরের জুলাই মাসে ওই মাদ্রাসাটিকে সরকার এমপিও ঘোষণা দিলে ওই মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন বেতনভূক্তির জন্য শিক্ষকদের তালিকা করলেও ওই তালিকায় নাম নেই ইবতেদায়ী শিক্ষক ছফিউল্লাহর।
এমন অভিযোগ করে শিক্ষক ছফিউল্লাহ বলেন, আমি দীর্ঘ বছর ধরে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতায় কর্মরত থাকলেও এমপিওর তালিকায় আমার নাম দেয়নি মাদ্রাসা সুপার। সুপার কর্তৃক ওই শিক্ষকের কাছ থেকে টাকা আত্মসাতেরও অভিযোগ করেন তিনি। এই শিক্ষক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এমপিওভূক্ত করানোর কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ উল্লেখ করে মাদ্রাসা শিক্ষক সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেসীন চরফ্যাশন শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। ভুক্তভোগী শিক্ষক ছফিউল্লাহ বলেন,আমি মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত থাকলেও সুপার মাওলানা রুহুল আমিন আমার কাছ থেকে এমপিওর তালিকায় নাম দেয়ার কথা বলে আড়াই লক্ষ টাকা নেন। বিধি মোতাবেক যোগদান ও শিক্ষকতায় কর্মরত থাকলেও সুপার কর্তৃক এমপিভূক্তির জন্য আরও টাকা দাবি করলে আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে ওই মাদ্রাসায় পাঠদান করতে নিষেধ করে দেন তিনি। বিষয়টি আমি সংশ্লিষ্টদের জানালেও কোনো পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে আমার নাম বাদ দিয়ে ইবতেদায়ী ক্বারী পদে অন্য শিক্ষক নিয়োগ দিয়ে এমপিও শিক্ষকদের তালিকা তৈরী করা হচ্ছে। এ প্রসঙ্গে জানতে মাদ্রাসা সুপার মাওলানা রুহুল আমিনকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি তবে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষি সাংবাদিককে বলেন, ইবতেদায়ী ক্বারী ছফিউল্লাহ গত ২০১৯ সাল থেকে চাকুরী করছেন না। তিনি চাকুরী করবেন না বলে মাদ্রাসায় দীর্ঘদিন আসেননি। সম্প্রতি তিনি পুনরায় তাকে ওই পদে বহাল রাখার জন্য একটি আবেদন করেছেন। তবে তিনি উল্লেখ করেছেন করোনা মহামারির জন্য দীর্ঘদিন মাদ্রাসায় আসেননি।
সচেতন মহল দীর্ঘদিন বিনাবেতন কর্মরত হাজারীগন্জ মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসার এবতেদায়ী ক্বারী মোঃ শফিউল্লাহকে তার পদে বহাল রেখে এমপি ও তালিকা তৈরি করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।