কলেজছাত্রীকে অপহরণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলা সদরের ফাঁকা রাস্তা থেকে কলেজছাত্রীকে (১৮) অপহরণের দুই দিন পর বগুড়া আদালত চত্বর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের এ মামলায় এজাহারভুক্ত আসামি সুলতান কাজী (২২) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সুলতান কাজী উপজেলার চুনিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক।
এ মামলার প্রধান আসামি ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। তিনি চুনিয়াপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, কলেজছাত্রী ধুনট সদরপাড়ার এক ব্যবসায়ীর মেয়ে। এ বছর এইচএসসি পাস করে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে মেয়েটি। অন্যদিনের মতো গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলেন ওই ছাত্রী। তিনি সরকারপাড়া এলাকায় পৌঁছলে আবু সালেহ স্বপন ও তার সহযোগীরা ওই ছাত্রীকে ফাঁকা রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে আবু সালেহ স্বপনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। থানা পুলিশ ওই অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করে। এছাড়া গত মঙ্গলবার সন্ধ্যায় ওই অভিযোগটি অপহরণ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলায় আবু সালেহ স্বপনসহ ৫ জনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারের পর জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী ভিকটিমের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ মামলার আসামি সুলতান কাজীকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।