ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫


৯ আগস্ট ২০২২ ০৯:৫৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে যাত্রীবাহী বাসের পেছনে সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় ১৫ যাত্রী আহত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে শ্রীনগরের উমতারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান রিবেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিনা খান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোট ১৫ জন রোগী আমাদের হাসপাতালে এসেছে। সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।

তিনি আরও বলেন, আমরা সাতজনকে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ছয়জন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসারা হাইওয়ে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল বলেন, ইলিশ পরিবহনের একটি বাস কেওয়াটখালী প্রাইমারি স্কুলের সামনে যাত্রীদের নামাচ্ছিল। পদ্মা সেতুমুখী সোহাগ পরিবহনের যাত্রীবাহী আরেকটি বাস এসে ইলিশ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের ১৫ জনের মতো আহত হয়। তাদের মধ্যে আট-নয়জনের অবস্থা গুরুতর ছিল। সবাইকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।