ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


চরফ্যাশনে সিঁধ কেটে গৃহবধূকে গণধর্ষণ


৮ আগস্ট ২০২২ ০৪:০৪

প্রতিকি

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ঘরের সিঁধ কেটে এক গৃহবধূ (২৪) কে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে ওই গৃহবধূ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে শশীভূষণ থানার চরকলমি ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, শনিবার দিবাগত রাত ২ টায় স্থানীয় আব্দুর রব পাটোয়ারীসহ অচেনা ৪ জন যুবক আমার ঘরের সিঁধ কেটে ঘরে প্রবেশ করে আমার শাশুড়ী ও মেয়েকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। পরে তারা ৪ জনে মিলে আমাকে পালাক্রমে ধর্ষণ করে। রোববার সকালে পরিবার খবর পেয়ে আমাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত সংঘবদ্ধ ধর্ষণকারীরা গৃহবধূর ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা লুঠ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার।

অভিযুক্ত আব্দুর রব পাটোয়ারীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, গৃহবধূকে ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে আব্দুর রব পাটোয়ারী জমিসংক্রান্তে ওই মহিলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গণধর্ষণের ঘটনা সাজানো কি না তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।