ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


পুটখালী সীমান্তে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার


৮ অক্টোবর ২০১৮ ০৬:২৪

৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। খুলনা ২১ বিজিবি’র ব্যাটালিয়নের বেনাপোল পুটখালি ক্যাম্পের সদস্যরা শনিবার মধ্যে রাতে পুটখালী গ্রামেস্থ ভান্ডারী মোড়ে টহল দেওয়ার সময় রাস্তার পাশে একটি বস্তার ভিতরে ৯৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, বিজিবি’র টহলদল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল যশোর মাদক অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে তিনি জানান।