রূপগঞ্জে পুরস্কার ঘোষিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুরস্কার ঘোষিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ কামালকে আটক করেছে ভুলতা পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী মো. কামাল উপজেলার পাঁচাইখা এলাকার কালাইচান মিয়ার ছেলে।
কামাল রূপগঞ্জের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আটকের জন্য জেলা পুলিশ সুপার পুরস্কার ঘোষণা করেন। গ্রেপ্তারকৃত কামালকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ইন্সপেক্টর এইচ এম জসিম উদ্দিন।
এমএ