ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


মায়েরাই দেশ উন্নয়নের কারিগর:শেখ আফিল উদ্দিন


৮ অক্টোবর ২০১৮ ০২:৫১

যশোর-১ সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, একটি শিক্ষিত জাতি মানে একটি উন্নত রাষ্ট্র। কারণ শিক্ষিত জাতি কখনো পিছিয়ে পড়ে থাকেনা।
আর দেশের উন্নয়নের কারিগর হিসাবে কাজ করে আমাদের মায়েরা। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের সকল কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

শিক্ষা ব্যবস্থাকে উন্নত, শিক্ষার পরিবেশ সৃষ্টিসহ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলের হিসেবে পরিচিত লাভ করিয়েছেন।

রবিবার (৭ অক্টোবর) সকাল ৯টার নাভারন বারিপোতা আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও ফজিলাতুন্নেছা মহিলা কলেজের নব-নির্মিত আইসিটি ভবনের উদ্বোধন শেষে ‘মা’সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাইলি বানুর সভাপতিত্বে অত্র কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘মা’ সমাবেশে শেখ আফিল উদ্দিন আরো বলেন, প্রধাণমন্ত্রী শেখ হাসিনার এই দূরদর্শী চিন্তা চেতনাকে দ্রুত বাস্তবায়ন করতে সকল মা'কে সন্তানের প্রতি সুনজর দিতে হবে।

প্রত্যেক মা সন্তানের লেখাপড়ার দ্বায়িত্বভারটুকু গ্রহণ করলেই খুব দ্রুত "বাংলাদেশ" উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।

আমরা সবাই উন্নয়নের মহা সড়কে চলন্তমান আছি উল্লেখ করে শেখ আফিল উদ্দিন আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রয়োজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, উপজেলা বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ স্থানীয় আওয়ামীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সূধী সমাজ, অত্র কলেজের সকল অবিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীরা।

এসএমএন